বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত আগৈলঝাড়ায় আগাম ইরি-বোরো চাষে নেমেছে চাষীরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ সংগ্রহ করে বোরো ধানের চারা (বীজ) লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৫০ টন চাল।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১০ হাজার ৪১০হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩০হেক্টর জমি।
বাকী ১০ হাজার ২৪০ হেক্টর জমিতে চাষ হবে হাইব্রীড ধান। তিনি জানান, বৈরী আবহাওয়া এবং কীটপতঙ্গর আক্রমণ কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা আছে
টিএইচ